অডিট অগ্রগতি:
রাজশাহী জেলার আওতাধীন সমবায় সমিতি সমুহের ফেব্রুয়ারি/২০২৫ খ্রি. মাস পর্যন্ত অডিট সমাপ্ত সমিতির সংথ্যা কেন্দ্রীয় সাধারণ ৪ টি, প্রাথমিক সাধারণ ১১৭৫ টি, পউবোভৃক্ত কেন্দ্রীয় ১৮ টি । প্রাথমিক সাধারণ সমিতির অডিট কার্যক্রম ৯২% সমাপ্ত হয়েছে।
নিবন্ধন প্রদান ও বাতিল সংক্রান্ত:
রাজশাহী জেলাধীন প্রাথমিক সাধারণ সমবায় সমিতির সংখ্যা জানুয়ারি/২০২৫ পর্যন্ত ১৩৫৩ টি, ফেব্রুয়ারি/২০২৫ খ্রি. মাসে প্রাথমিক সমবায় সমিতির নিবন্ধন সংখ্যা ৫ টি। প্রাথমিক সমবায় সমিতির নিবন্ধন বাতিলের সংখ্যা ১৪ টি। ফলে এ পর্যন্ত প্রাথমিক সাধারণ সমবায় সমিতির সংখ্যা হয় ১৩৪৪ টি। অপর দিকে পউবো ভুক্ত প্রথমিক সমিতির সংখ্যা ২০২২ টি। আলোচ্য মাসে কোন নিবন্ধন নাই বাতিলও নাই। ফলে এ পর্যন্ত প্রাথমিক পউবো ভুক্ত সাধারণ সমবায় সমিতির সংখ্যা ২০২২ টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস