Wellcome to National Portal

~ জেলা সমবায় কার্যালয়, রাজশাহী এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম ~

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সমবায় সমিতির করণীয় ও বর্জনীয়

সমবায় সমিতির করনীয়ঃ

  • সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির প্রত্যেক মাসে অন্ততপক্ষে ০১টি সভা নিশ্চিত করতে হবে।
  • সভানুষ্ঠানের কমপক্ষে ০৭( সাত) দিন পুর্বে সদস্যদের নোটিশ দিতে হবে।
  • সদস্যের ঋণ আবেদন, সদস্যপদ প্রত্যাহার ওবাতিল সংক্রান্ত সিদ্ধান্ত  ব্যবস্থাপনা কমিটির  সভায় নিতে হবে।
  • বিশেষ কোন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বিশেষ সাধারন সভা করতে হরে।
  • সমবায় বর্ষ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে হিসাব বিবরনী প্রস্তুত অন্তে নিবন্ধক বরাবরে দাখিল করতে হবে।
  • প্রত্যেক বছর  জুলাই-মার্চ এর মধ্যে সুবিধাজনক সময়ে বরাদ্দপ্রাপ্ত অডিট অফিসারের সাথে যোগাযোগ করে বার নিরীক্ষা করে সনতে হবে।
  • নিরীক্ষা সম্পাদনের ৯০ দিনের মধ্যে নিরীক্ষায় উল্লেখিত দোষ-ত্রূটি সংশোধন করতঃ সংশোধনী প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিবন্ধক বরাবরে দাখিল করতে হবে।
  • নিরীক্ষা সম্পাদনের ৬০ দিনের মধ্যে সাধারন সভা নিশ্চিত করতে হবে।
  • সাধারন সভার নোটিশ অন্ততপক্ষে ১৫ দিন পূর্বে দিতে হবে।
  • সাধারন সভায় আগামী অর্থ বছরের সম্ভাব্য বাজেট অনুমোদন করতে হবে।
  • অনুমোদিত বাজেট মোতাবেক আয় ও ব্যয় নির্বাহ করতে হবে এবং ব্যয়ের ক্ষেত্রে কৃচ্ছতা সাধন নীতি মেনে চলতে হবে।
  • কোন সদস্যের সদস্যপদ বাতিল করে থাকলে সাধারন সভায় তা চূড়ান্ত অনুমোদন করে নিতে হবে।
  • আয়-ব্যয়ের রশিদ বা ভাউচার সমিতিতে সংরক্ষন করতে হবে।
  • তারল্য সংকট মোকাবেলার জন্য মোট আদায়কৃত সঞ্চয় আমানতের ২৫% তারল্য সংরক্ষণ করতে হবে।
  •  সমবায় সমিতি আইনের ২৬(খ) ধারা মোতাবেক আমানত সুরক্ষা তহবিল গঠন করতে হবে।
  • সদস্যদের মধ্যে ঋণ বিতরণের ক্ষেত্রে ৭০-৭৪ বিধি অবশ্যই মেনে চলতে হবে।
  • সমিতিতে ৫০০০০০/- (পাঁচ লক্ষ) টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে নিবন্ধকের অনুমতি নিতে হবে।
  • বিদ্যমান ব্যবস্থাপনা কমিটির মেয়াদের মধ্যে কমপক্ষে ৬০ দিন পূর্বে খসড়া ভোটার তালিকা সহ নিবার্চনী নোটিশ দিতে হবে।
  • পরিশোধীত শেয়ার মুলধন ৫০০০০/- পযর্ন্ত হলে ব্যবস্থাপনা কমিটিকেই ৪৫ দিন আগেই নির্বাচন

কমিটি গঠন করে দিতে হবে।

  • পরিশোধীত শেয়ার মুলধন ৫০০০০/- টাকার উর্ধ্বে হলে কমপক্ষে ৫০ দিন পুর্বেই নির্বাচন কমিটির প্রস্তাব নিবন্ধক বরাবরে প্রেরণ করতে হবে।
  • নির্বাচন কমিটি কমপক্ষে ৩০ দিন পুর্বেই নির্বাচনী তফসীল ঘোষনা করতে হবে।
  • সমবায় সমিতি আইনের ২৪  ধারা ও সমবায় সমিতি বিধিমালার ৫৬ বিধি মোতাবেক রেজিষ্ট্রার  হালনাগাদ সংরক্ষণ করতে হবে।
  • সমবায় সমিতি আইন ও সমবায় সমিতি বিধিমালা এবং সমিতির উপ-আইন  মোতাবেক কার্যক্রম চালাতে হবে

         

 

 সমবায় সমিতির বর্জনীয়ঃ

  • আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কারো সদস্যপদ বাতিল করা যাবে না।
  • অনুমোদিত বাজেট বহির্ভুত ব্যয় করা যাবেনা।
  • সদস্যের বাহিরে কারো নিকট থেকে আমানত গ্রহণ বা ঋণ দেওয়া যাবেনা।
  • সভার সিদ্ধান্ত ব্যতীত সদস্যদের ঋণ দেওয়া যাবেনা।
  • সদস্যদের মধ্যে ঋণ বিতরনের ক্ষেত্রে ৭০-৭৪ বিধির ব্যত্যয় ঘটানো যাবেনা।
  • নিবন্ধকের অনুমতি ব্যতীত ৫০০০০০/- (পাঁচ লক্ষ) টাকার অধিক বিনিয়োগ করা যাবেনা।
  • বিশেষ সাধারন সভা বা সাধারন সভায় সিদ্ধান্ত ব্যতীত কোন প্রকল্প গ্রহণ বা বাস্তবায়ন করা যাবেনা।
  • বিশেষ সাধারন সভা বা সাধারন সভায় সিদ্ধান্ত ব্যতীত কোন সদস্যের নিকট থেকে আমানত নেওয়া যাবেনা।

 

# সমবায় করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি #